নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের হোক-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গীকার নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড (৪ নং ব্লক) বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টঙ্গীর এরশাদ নগর আরমান স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ৪৯ নং ব্লক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ চাকলাদার। সভাটি সঞ্চালনা করেন জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বাবুল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম (কামু) সভায় আরও বক্তব্য রাখেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর মাস্টার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান মনা, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বিএনপির সহ-সভাপতি মনসুর কন্ট্রাক্টার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলাউদ্দিন মিয়া, যুবদলের সাবেক সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল কসাই, ৩ নং ব্লক বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন জিয়া এবং মহিলা দল নেত্রী পিয়ারা, লাইলী, মুক্তা ও সূর্যবান বেগম প্রমুখ । বক্তারা বলেন, তারুণ্যের শক্তিই পরিবর্তনের চালিকাশক্তি। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার রূপরেখা। তারা তরুণ ভোটারদের আহ্বান জানান-আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশকে মুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে নিতে। এসময় কামরুল ইসলাম (কামু) ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ঘোষনা দেয় এবং ভোট প্রর্থনা করে। তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবে বলে আশ্বস্ত করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া ও তোবারক বিতরণ করা হয়।