নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাজীপুর-৬ আসনে শুরু হয়েছে নির্বাচনী উষ্ণতা। সেই ধারাবাহিকতায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় অংশ নেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টঙ্গীর মুদাফা উত্তরা প্রবর্তন সিটি গেটের সামনে অনুষ্ঠিত এ সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও তরুণ নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন, আমি আজীবন মানুষের সেবায় কাজ করে এসেছি। যদি দল আমাকে জনগণের সেবা করার সুযোগ দেয়, তবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগ করব। জনগণের ভালোবাসাই হবে আমার মূল শক্তি। তিনি আরও বলেন, পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় বক্তারা বলেন, প্রভাষক বসির উদ্দিন একজন সৎ, যোগ্য ও শিক্ষিত নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন-টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), যুবদল নেতা সেলিম কাজল, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।