নিজস্ব প্রতিবেদক: আগামী ১৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব মান দিবস (World Standards Day)। পণ্যের গুণগত মান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ দিবসটি বিশ্বব্যাপী উদযাপন করা হয়। এ বছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে (Shared vision for a better world Standards for SDGs)যার ভাবার্থ-সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর ও জেলা প্রশাসন, গাজীপুরের সার্বিক সহযোগিতায় আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নাফিসা আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, এবং আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর।