নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের স্মরণে গাজীপুর জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন দেশের একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক ও সংগঠক। সাংবাদিক সমাজের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তিনি সারাজীবন কাজ করে গেছেন। দৈনিক ইনকিলাব, দৈনিক আমার সংগ্রামসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে সাংবাদিকদের ঐক্য, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নির্যাতন-নিপীড়ন বন্ধে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তিনি জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের অধিকাংশ জেলা ও উপজেলায় এ সংস্থার শাখা কার্যক্রম চলছে, যা সাংবাদিকদের সংহতি ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন ২০২৪ সালের ১৪ অক্টোবর রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রার্থী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট ইউটসোবের প্রতিষ্ঠাতা মো. মাহবুব আল হাসান জিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হজরত আলী, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ ভূঁইয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি সোহাইল মাহমুদ।