নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টি এন্ড টি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনপ্রিয় ব্যক্তিত্ব আইয়ুব আলী। তাঁর এই নির্বাচনে শিক্ষক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, আইয়ুব আলী বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করছেন। সেই সাথে সচেতন মহল মনে করছেন আইয়ুব আলীর নেতৃত্বে টি এন্ড টি আদর্শ উচ্চ বিদ্যালয় আরও আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। এদিকে স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীরাও তাঁর নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, সমাজ ও শিক্ষাক্ষেত্রে আইয়ুব আলীর অবদান আগামীতেও অব্যাহত থাকবে বলে তাঁদের বিশ্বাস। উল্লেখ্য, আইয়ুব আলী বর্তমানে গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবেও এলাকায় সুপরিচিত এক সমাজসেবক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।