নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের গাছা থানা এলাকায় যথাযোগ্য মর্যাদায় উদ্বোধন করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কামারজুরি ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি খেলাধুলাকে ভালোবাসতেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন। তার স্মৃতিকে ধারণ করে আজকের এই টুর্নামেন্ট আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি চাই তরুণরা রাজনীতির পাশাপাশি খেলাধুলার দিকেও মনোনিবেশ করুক, কারণ খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হারুন অর রশিদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কাশেম, দানিছুর রহমান দিনার, গাছা থানা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান বিপ্লব ও ৩৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন গাজীপুর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মোহাম্মদ আব্দুর রহমান খান (কালা)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ইউসুফ আলী সরকার, মোঃ বেলায়েত মাষ্টার, জাহাঙ্গীর মোল্লা, ইদ্রিস মন্ডল, আবু মোহাম্মদ কাউসার ও আজিজুল হক সরকারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হায়দারাবাদ স্পোর্টিং ক্লাব বনাম ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব। খেলার মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশ। খেলার ফলাফল ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাষক বসির উদ্দিন। ৬০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব ০৩-০১ গোলো ঢাকা আরামবাগ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।