• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদন : তুরাগে ‘ভাই ভাই ফুড অ্যান্ড বেভারেজ’কে র‍্যাবের অভিযানে ১০ লাখ টাকা জরিমানা

grambarta / ৬৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ভেজাল ও অননুমোদিত পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটি সিলগালা র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় র‍্যাব-১ এর তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য উৎপাদনের দায়ে ‘ভাই ভাই ফুড অ্যান্ড বেভারেজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব। রোববার (২৭ অক্টোবর ২০২৫) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। অভিযানে উপস্থিত ছিলেন ডিএমপি ঢাকা, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ও বিএসটিআই পরিদর্শকবৃন্দ। র‍্যাব জানায়, প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স ছাড়া বিভিন্ন ধরনের তরল পানীয়, বেভারেজ, এনার্জি ড্রিংকস ও ইউনানী ঔষধজাত পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ও আইনবিরোধী।
অভিযানকালে প্রতিষ্ঠানটি থেকে ২,৫০০ লিটার প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (ডাব), ৮০০ লিটার আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস, ফ্রুটস ড্রিংকস ও কার্বনেটেড বেভারেজ, ৫০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৫০ লিটার সিরাপ জব্দ করা হয়। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, বিএসটিআই আইন ২০১৮-এর ১৫/২৭ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা, অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তার অধিকার নিশ্চিত করতে র‍্যাব নিয়মিতভাবে অননুমোদিত ও ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, জনগণের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে এমন কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। জরিমানার মাধ্যমে আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর