• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

দেশীয় শিল্পের বিকাশে সরকার বদ্ধপরিকর : টঙ্গীতে এটলাস ইভি উদ্বোধনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

grambarta / ৬২ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার দেশীয় শিল্পের বিকাশে কার্যক্রম জোরদার করেছে। তিনি বলেন, চলমান ব্র্যান্ড সংকট মোকাবিলায় এটলাস বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ নামে ইলেকট্রিক মোটরসাইকেল উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (৫ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় ‘এটলাস ইভি’ ইলেকট্রিক মোটরসাইকেল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমান বিশ্বে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার উৎপাদন ও বাজারজাতকরণ সময়োপযোগী পদক্ষেপ। বিশ্বের স্বনামধন্য মোটরসাইকেল কোম্পানিগুলোও এখন জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহনের পাশাপাশি ইলেকট্রিক যানবাহন বাজারজাত করছে। তিনি আরও বলেন, যদি জুলাই বিপ্লব না হতো, আমরা হয়তো এই উদ্যোগ নিতে পারতাম না। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ ও হতাহতদের। উপদেষ্টা জানান, বর্তমান সরকার পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থার প্রবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এটলাস বাংলাদেশের এই উদ্যোগ জাতীয় ইলেকট্রিক ভেহিকেল নীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, যা কার্বন নিঃসরণ কমাবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস করবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ভূমিকা রাখবে। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি যানবাহন নয়, বরং ভবিষ্যতের সবুজ প্রকৃতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষও এটি ব্যবহার করে উপকৃত হবেন। সরকারের লক্ষ্য হলো বাংলাদেশের জনগণ বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম, এটলাস বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও ডিলারবৃন্দ। অনুষ্ঠান শেষে উপদেষ্টা কারখানার বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে৷ খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর