• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

দেশজুড়ে দুদকের এনফোর্সমেন্ট অভিযান : রেলওয়ে প্রকল্প থেকে স্বাস্থ্য কমপ্লেক্স-সবখানেই অনিয়মের চিত্র

grambarta / ৪৩ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর এনফোর্সমেন্ট ইউনিটের তত্ত্বাবধানে আজ (০৬ নভেম্বর ২০২৫ খ্রি.) দেশের তিনটি স্থানে পৃথক অভিযানে নানা অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বাংলাদেশ রেলওয়ের ট্রেন স্বয়ংক্রিয় ধৌতকরণ ব্যবস্থা (ওয়াশিং প্ল্যান্ট) প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, ২০০টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ কোচের সাথে ২টি অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট সংগ্রহ ও স্থাপনের প্রকল্প গ্রহণ করা হলেও দীর্ঘদিন ধরে প্ল্যান্টগুলো যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। প্রজেক্ট বাস্তবায়নে প্রয়োজনীয় অপারেশনাল পরিকল্পনার ঘাটতি ও ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই প্ল্যান্টগুলো অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া ২০১৬ সালে ক্রয়কৃত ১৫০টি মিটারগেজ কোচ ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রেকর্ডপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট টিম রেকর্ডপত্র পর্যালোচনার পর কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের তালকান্দা খালের উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক নির্মাণে দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালীন টিম নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের সত্যতা পায়। এসময় উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকল্পসংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়, যা যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদান, প্রশাসনিক কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদকের ঢাকা-২ জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, হাসপাতালের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং পরিস্কার-পরিচ্ছন্নতার মান নিম্নমানের। রোগী ও স্বজনদের অভিযোগে জানা যায়, অনেক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না, ফলে সেবার মান আশানুরূপ নয়। অভিযানকারী টিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ব্যাখ্যা গ্রহণ করে ও উপস্থিতি খাতা, রেজিস্টারসহ প্রাসঙ্গিক নথি সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্য যাচাই শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। দুদক সূত্রে জানা গেছে, এসব অভিযানের মাধ্যমে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে কমিশন অটল রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর