• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে উত্তরা প্রকম্পিত : এস. এম. জাহাঙ্গীরের নেতৃত্বে বিশাল র‍্যালি

grambarta / ৬৮ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালির আয়োজক ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এস. এম. জাহাঙ্গীর হোসেন। র‍্যালিটি উত্তরা আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড প্রদক্ষিণ শেষে মুগ্ধ মঞ্চে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারও নেতা-কর্মীর অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালির শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে এস. এম. জাহাঙ্গীর হোসেন বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভালো করেই জানেন এই আসনের বাস্তবতা। তিনি জানেন কাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিজয়ী হবে, আর কাকে মূল্যায়ন করলে ত্যাগী নেতাকর্মীদের ন্যায্য মর্যাদা ফিরে আসবে। তাই বলছি শেষ হাসি আপনারাই হাসবেন। তিনি আরও বলেন, গণভোটে আমাদের আপত্তি নেই, তবে তা হতে হবে জাতীয় নির্বাচনের দিনেই। জনগণ বিএনপি’র পক্ষে রয়েছে পরিবর্তনের স্রোত কেউ থামাতে পারবে না। র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপি’র আহবায়ক হাজি ফজলুল হক, বিমানবন্দর থানা বিএনপি’র সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, উত্তরা পশ্চিম থানা বিএনপি’র আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন, স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি জামির আহমেদ, এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দলে পরিণত হয়েছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। র‍্যালি ঘিরে পুরো এলাকাজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় পতাকায় সজ্জিত হয়। নেতাকর্মীদের মুখে মুখে ধ্বনিত হয় স্লোগান তারেক রহমানের নির্দেশ, ৩১ দফা হবে বাস্তবায়ন ধানের শীষের বিজয় সুনিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর