• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জলবায়ু ট্রাস্ট ও মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে দুদকের ৩টি এনফোর্সমেন্ট অভিযান

grambarta / ৪৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে (০৯ নভেম্বর ২০২৫ খ্রি.) মোট ৩টি অভিযোগের বিষয়ে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম-এর আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ হতে অভিযান পরিচালিত হয়।অভিযানকালে প্রকিউরমেন্ট আইন অমান্য করে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের অভিযোগ যাচাই করতে সংরক্ষিত রেকর্ডপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। টিম দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতা, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, এবং ই-জিপিতে কালো তালিকাভুক্তি সংক্রান্ত তথ্য যাচাই করে। অভিযান শেষে সংগৃহীত তথ্য ও নথির ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক, প্রধান কার্যালয় হতে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মহাখালীস্থ বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) কার্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, তহবিলের অধীনে ৮৯টি প্রকল্পে মোট ২,১১০ কোটি টাকার মধ্যে প্রায় ৫৪ শতাংশ প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে নানা অনিয়মের তথ্যও উঠে আসে। এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করবে। যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় যশোর হতে অভিযান পরিচালনা করা হয়। ছদ্মবেশে তথ্য সংগ্রহকালে দেখা যায়, অ্যাম্বুলেন্সের ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান ও পরিমাণেও অনিয়ম ধরা পড়ে। রোগীদের জন্য স্যালাইন ও পর্যাপ্ত ওষুধ সরবরাহেও গাফিলতির প্রমাণ মেলে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, আবাসিক মেডিকেল অফিসার এবং সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র যাচাই শেষে টিম কমিশনের কাছে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। দুদক সূত্রে জানা যায়, এসব অভিযানের লক্ষ্য হলো বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর