নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ফ্লাইওভারে রঞ্জু খা হত্যার চাঞ্চল্যকর ক্লুলেস মার্ডার মামলার পলাতক আসামী আনন্দ সরকার (৩০)-কে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। র্যাব জানায়, নিহত রঞ্জু খা (৪৩) যমুনা ফিউচার পার্কের জিএমের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। গত ১৭ মে ২০২৫ তারিখ রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে টঙ্গী ফ্লাইওভারের উপর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে পথচারীরা তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী ফারজানা আক্তার হেনা (৩৪) বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা (নং-১২, তারিখ-২০/০৫/২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন। মামলাটিকে ‘ক্লুলেস মার্ডার’ হিসেবে চিহ্নিত করে র্যাব-১ তদন্ত ও আসামী গ্রেফতারে তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর উত্তরা ক্যাম্পের একটি অভিযানিক দল ১১ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৬টার দিকে ঢাকার ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার পলাতক আসামী অর্জুন পাল (৪৩), পিতা মাখন পাল, গ্রাম গোয়ালিয়া, থানা দক্ষিণ মতলব, জেলা চাঁদপুর বর্তমান ঠিকানা আব্দুল্লাহপুর, উত্তরা পূর্ব, ডিএমপি কে গ্রেফতার করে।।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।