নিজস্ব প্রতিবেদক : উচ্চ আদালতে বাতিল হওয়া নবগঠিত সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ১২ নভেম্বর (বুধবার) সকালে টঙ্গীতে উত্তাল হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সকাল ১০টার দিকে টঙ্গী স্টেশন রোড, কলেজগেট ও গাজীপুরা এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে যান চলাচল বন্ধ থাকায় পুরো এলাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আদালতের রায় ও আসন পুনর্বহালের দাবি নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাটের একটি আসন বাতিল করে নতুনভাবে গাজীপুর-৬ সংসদীয় আসন গঠন করেছিল। কিন্তু পরবর্তীতে হাইকোর্টের রায়ে সেই নতুন আসনটি বাতিল ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সাধারণ জনগণ পৃথক তিন স্থানে বিক্ষোভে অংশ নেয়। তিন স্থানে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সকালে টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপির নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতা ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাষক বসির উদ্দিন এবং জসিম উদ্দিন ভাট ঘটনাস্থলে উপস্থিত ছিলেন । একই সময়ে স্টেশন রোড এলাকায় গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অপরদিকে, গাজীপুরা এশিয়া পেট্রোল পাম্পের সামনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, গাজীপুর-৬ আসন বহালের দাবিতে কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য মানুষ মহাসড়কে অবস্থান নেয়। পরে তারা নিজেরাই সরে যায়। পুলিশ দ্রুত যানজট নিরসনে কাজ শুরু করে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অবরোধ চলাকালীন সময় প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা ও ময়মনসিংহগামী শত শত বাস, ট্রাক ও প্রাইভেটকার মহাসড়কের বিভিন্ন স্থানে আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বর্তমান সীমানা অনুযায়ী গাজীপুর-৬ আসনটি গঠিত ছিল গাজীপুর সিটি কর্পোরেশনের ৩২–৩৯ ও ৪৩–৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের সময় আসনটি নতুনভাবে যুক্ত করা হয়, যা হাইকোর্টের রায়ে বাতিল হওয়ায় রাজনৈতিকভাবে বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে বিএনপি-জামায়াত ও স্থানীয় জনগণের বিক্ষোভে টঙ্গীর প্রধান মহাসড়ক দুই ঘণ্টা অবরুদ্ধ থাকে। টায়ার জ্বালানো, মানববন্ধন ও স্লোগানের মধ্য দিয়ে কর্মসূচি শেষে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও রাজনৈতিক অঙ্গনে গাজীপুর-৬ আসন পুনর্বহাল ইস্যুতে আলোচনা জোরদার হয়েছে।