• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন

grambarta / ৩২ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত। শনিবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার দুপুরে হাতিরঝিল থানাধীন এলাকা থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর কঠোর নিরাপত্তায় তাঁকে ৯ তলার এজলাসে নেওয়া হয়। সেখানে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন, তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রিয়া মনি। সাংবাদিকদের তিনি বলেন, হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত। হাতিরঝিল থানার এ মামলায় গত ১২ নভেম্বর হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। সেই পরোয়ানা অনুসারেই আজ দুপুরে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে হিরো আলম তাঁকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন মীমাংসার কথা বলে বাদীকে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন। পরে তাঁদের বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার পাশাপাশি বাদীর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের হার চুরি করে নেওয়ার অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর