নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিট পরিদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা ৩০ মিনিটে তিনি জীবননগর থানা আকস্মিকভাবে পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময় করেন। এরপর তিনি থানার অফিস কক্ষ, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। এ সময় অফিসার-ফোর্সের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন এবং অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সবাইকে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে হবে। তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পরিশেষে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা এবং জীবননগর থানার অফিসার ও ফোর্সগণ।