নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর মদিনা বাজার, পূর্ব গোপালপুর এলাকায় বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব জাতীয়তাবাদী সাইবার দল–গাজীপুর মহানগরের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান মামুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর বিএনপির সাবেক আহবায়ক সদস্য মোঃ আইয়ুব আলী, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আঃ খালেক, সাংবাদিক নোয়াব আলী,৪৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহাসীন সহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দুর্বার নেতৃত্ব, সংগ্রামী মনোভাব ও জনগণের অধিকার রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান আজও রাজনীতিতে এক অনন্য অধ্যায়। তারা আরও বলেন, জাতীয় সংকট ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন নির্ভীক কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তাঁর রাজনৈতিক অবস্থান ইতিহাসে শক্তভাবে লিপিবদ্ধ রয়েছে। দোয়া মাহফিলে অসুস্থ দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়। মাহফিলে বক্তারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের নেত্রীর জন্য দোয়ার পাশাপাশি দেশ ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। স্থানীয়দের মতে,এই দোয়া মাহফিলটি শুধু একজন নেত্রীর সুস্থতার কামনায় নয় বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রত্যয় প্রকাশের এক প্রতীকী সমাবেশ।