নিজস্ব প্রতিবেদক : বিআরটি প্রকল্পের আওতাভুক্ত টঙ্গী কলেজ গেট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়ক অংশে ক্রমবর্ধমান ছিনতাই, একের পর এক হত্যাকাণ্ড এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে টঙ্গীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে চেরাগ আলী বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্যোগ নেয় টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক বশির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হোসেন, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদওয়ানুর রহমান প্রত্যয় বেপারী, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন দিপু দেওয়ান, সৈকত বেপারী, সৈকত হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বিআরটি চলমান কাজের কারণে মহাসড়কের এই অংশে দীর্ঘদিন ধরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। তারা অভিযোগ করেন, নিয়মিত পুলিশি টহল ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণে সাধারণ জনগণ প্রতিনিয়ত ছিনতাই ও হামলার শিকার হচ্ছেন। বক্তারা আরও বলেন, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা এই সড়কে চলাচলের সময় সবসময় আতঙ্কে থাকছেন। অবিলম্বে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং নিয়মিত টহল কার্যক্রম জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। কর্মসূচি থেকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।