দর্শনা ব্যুরো, (চুয়াডাঙ্গা) : দর্শনায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে আছরের নামাজের পর দর্শনা মুক্তমঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিল পরিচালনা করেন দর্শনা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জুনাইদ আল আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট অন্যতম সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমান সমন্বয়ক লুৎফর রহমান, মাহবুবুর উল ইসলাম খোকন, রেজাউল হক জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ ফারুখ, শ্রমিকনেতা আব্দুল মান্নান, সাবেক ভিপি হারুন অর রশিদ, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফায়েল হোসেন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, শ্রমিক নেতা আলমগীর হোসেন, আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের মান্নান মাষ্টার, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মুফা ও সাধারণ সম্পাদক পলাশ সাবেক সেনা সদস্য আব্দুল হামিদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা উল্লেখযোগ্য। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, দেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।