নিজস্ব প্রতিবেদক : দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় গাজীপুর টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনের আয়োজন ও সভাপতিত্ব করেন দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর এবং সঞ্চালনা করেন সাংবাদিক মো. বায়েজীদ হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাপ্তাহিক তথ্যবাণীর বার্তা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নওয়াব আলী, সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেন, সুজন, মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজীব, যায়যায়দিন প্রতিনিধি রেজাউল করিম রাজিব, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি সুজন সারোয়ার, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি বি.এ. রায়হান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আরিফ চৌধুরী, নওরোজ স্টাফ রিপোর্টার হানিফ হোসেন, প্রাণের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল খালেক সুমন, বর্তমান কথা প্রতিনিধি কামরুল ইসলাম সাহা, বাংলা এডিশন প্রতিনিধি মাহাবুব জিলানী, সাংবাদিক মোস্তফা, বাংলাদেশ সমাচার প্রতিনিধি পলাশ সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সাংবাদিকদের একযোগে প্রতিবাদ করে বক্তারা বলেন, শামসুল হক দুররানী শুধু একজন সম্পাদক নন, তিনি মুক্তচিন্তা ও সত্য প্রকাশের প্রতীক। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা মামলায় জড়ানো গণমাধ্যমের স্বাধীনতার ওপর একটি বড় হুমকি এবং কণ্ঠরোধের নোংরা অপচেষ্টা। তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহারের এবং তাঁর নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, দুররানীর মুক্তি না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। উপস্থিত গণমাধ্যম কর্মীরা ঐক্যবদ্ধভাবে ঘোষণা করেন সত্য ও ন্যায়ের পক্ষে থাকা কোনো সাংবাদিক কখনো একা নয়। সাংবাদিক সমাজ তার পাশে আছে, থাকবে।