নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আবহ ছিল অত্যন্ত বেদনাবিধুর। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা সম্পন্ন হয়। সেখানে লাখো মানুষ অংশ নেন। সর্বস্তরের মানুষের সমবেত উপস্থিতিতে এলাকা পরিণত হয় শোকমাঠে। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয় এবং বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে যাওয়া হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে দাফন সম্পন্ন হয়। দাফনকালের সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা আখতার হোসেন, এবং হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় স্বজন, সহযোদ্ধা, সহকর্মী ও রাজনৈতিক সহপাঠীরা অশ্রুসজল চোখে তাকে শেষ শ্রদ্ধা জানান। ব্যাপক জনসমাগমের কারণে অনেকে কবরস্থানের ভেতরে প্রবেশ করতে না পেরে বাইরে থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন। মরহুম ওসমান হাদি দীর্ঘদিন সমাজ–রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাকে গণ–অভ্যুত্থানের এক সাহসী মুখ হিসেবে স্মরণ করা হয়। পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।