নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র ও দেশ রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র চেয়ারপারসন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর বেপারী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর মৎস্যজীবী দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের প্রস্তাবিত কমিটির সভাপতি আব্দুস সালাম বেপারী। সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম রাশেদুজ্জামান দীপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুর রহমান হক রাজু মাষ্টার।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় টিম প্রধান মোহাম্মদ তারিকুল ইসলাম মধু, লোকমান হোসেন হাওলাদার, সাবেক সদস্য সামসুল আলম, সহিদুল ইসলাম দোলন, আব্দুস সালাম ভুইয়া, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আকতার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহবায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি,
৫৪নং ওয়ার্ড বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম,৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ স্থানীয় নেতাকর্মীরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ পুনর্ব্যক্ত করা হয়।