নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানজিল (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিল আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল স্কুল পাড়ার তোহিদুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল রাতে তার বোনের বাড়ি নাগদাহ গ্রামে যাওয়ার পথে বালুভর্তি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ধাওয়া করলে দ্রুত ট্রাকটি পালিয়ে যায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং ট্রাকটি শনাক্তে কাজ চলছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।