নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টায় টঙ্গী বিশ্ব ইস্তেমা রোড সংলগ্ন কামারপাড়া রোডের নবী সাহেবের বাংলা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুর-২ আসনের বিএনপি থেকে মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান হৃদয়, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহামুদ আলম শুকুর ও হাসান আকমুল জোসেন ভুইয়া, টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণসহ মহানগর ও থানা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল ও মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। সভায় সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, জনসমাগম ব্যবস্থাপনা এবং কর্মসূচির সময়সূচি নিয়ে আলোচনা হয়। প্রস্তুতি সভা থেকে নেতাকর্মীরা সফল আয়োজন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ান রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।