নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের গাছা থানা এলাকায় দুইটি বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মোসলেম উদ্দিন মিয়া ওরফে কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। গাছা থানা সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর মহানগর পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার বগারটেক চায়না ফ্যাক্টরি গলির মোড়ে তাহের মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মোসলেম উদ্দিন মিয়াকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ৯ এমএম বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোসলেম উদ্দিন মিয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মোঘল সি এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর মহানগর এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।