• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার ১১ দলীয় জোটে ২৫৩ আসনের সমঝোতা, ইসলামী আন্দোলনের সিদ্ধান্তে অপেক্ষায় জামায়াত জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা : দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি, আগুন জ্বালিয়ে উষ্ণতার চেষ্টা

grambarta / ২২ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা চরমে পৌঁছেছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকালের শুরু থেকেই চুয়াডাঙ্গার আকাশ ছিল ঘন কুয়াশা ও মেঘে আচ্ছন্ন। কুয়াশার কারণে সকালবেলা সূর্যের কোনো দেখা মেলেনি। এর সঙ্গে উত্তরের দিক থেকে বয়ে যাওয়া কনকনে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। ফলে শহর ও গ্রাম উভয় এলাকাতেই জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল, দিনমজুর ও নিম্নবিত্ত মানুষ। জেলার বিভিন্ন বস্তি ও গ্রামের খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন অনেকে। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অন্যদিকে শীত বাড়ায় শহরের গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে মানুষজন জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছেন। বিশেষ করে ভোর ও রাতের দিকে ঠান্ডার প্রকোপ বেশি অনুভূত হচ্ছে। শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে বলে জানান তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্ক রোগীরা বেশি হাসপাতালে আসছেন। চিকিৎসকদের মতে, শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, উত্তরের দিক থেকে বয়ে যাওয়া এই শীতল বাতাস আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে শীতের এই তীব্রতা মোকাবিলায় দ্রুত ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে গরম কাপড় বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর