নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ এশা দত্তপাড়াস্থ সিনিয়র আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোহাম্মদ ইব্রাহিম ভূইয়া ও এ.কে.এম নাজমুল ইসলাম রাসেল এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফি উদ্দিন শফি, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ ইউসুফ, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জহির আহাম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসরাফ খান, ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহাম্মেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু ও বাদল হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নুরু নবী পাটুয়ারি। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।