নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা এলাকায় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় মোঃ ফজলুর রহমান (৬০) নামে এক নার্সারি মালিক গুরুতর আহত হয়েছেন।সোমবার (সকাল সাড়ে ৮টা) জীবননগর–কালীগঞ্জ সড়কের বাঁকা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ফজলুর রহমান বাঁকা আশতলা পাড়ার বাসিন্দা এবং স্থানীয় ববি নার্সারির মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা ফলবোঝাই একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সড়ক পার হওয়ার সময় ফজলুর রহমানকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।