নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বাদ মাগরিব ৪৫নং ওয়ার্ডের মিরাশপাড়ায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে টঙ্গী পূর্ব থানা বিএনপির কোষাধ্যক্ষ বাদল বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৫নং ওয়ার্ড বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান রাব্বি, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদল, বিল্লাল, বাবুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনীত গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি’র ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে পারলেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন সম্ভব হবে। দোয়া মাহফিল শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।