নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) গাজীপুর মহানগরের টঙ্গী শৈলারগাতী এলাকার দারুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল হক প্রধান (সুবেল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করে এসেছে। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। তিনি বলেন, মরহুমা নেত্রীর আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দোয়া মাহফিল অনুষ্ঠানে সঞ্চালনা করেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন দিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।