নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের গাছা থানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফর উপলক্ষে একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর গাছা থানার বড়বাড়ি গরুর হাট এলাকায় গাছা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি থেকে মনোনীত গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি আজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যেতে প্রস্তুতি নিচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বিএনপির আন্দোলনকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।