নিজস্ব প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে টঙ্গীর দত্তপাড়া তারা বিল্ডিং সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর হক প্রধান সুবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক সিজান ও আদন। দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তার আদর্শ ও নেতৃত্ব আগামী দিনে গণতন্ত্রকামী মানুষকে অনুপ্রেরণা জোগাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাঈদ বেপারি।