নিজস্ব প্রতিবেদক : গণভোট-২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে গণমাধ্যমের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচারে গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং গণভোট-২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।