নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বেড়ে চলা ছিনতাই, ডাকাতি ও সশস্ত্র অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ছিনতাইকৃত একটি লাইসেন্সকৃত বারো বোর শটগান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। র্যাব সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ সারা দেশে ছিনতাই, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে র্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করছে। ঘটনার ভিকটিম মোঃ মাহবুব আলম (৫৭), অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও আলাল গ্রুপের প্রটোকল অফিসার। তিনি গুলশান থানাধীন বারিধারা এলাকায় একটি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে বসবাস করছিলেন। তাঁর নামে লাইসেন্সকৃত একটি তুর্কী প্রস্তুতকৃত বারো বোর শটগান ও ১০টি কার্তুজ ছিল। গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ভিকটিমকে গুরুতরভাবে আহত করে তাঁর কাছ থেকে লাইসেন্সকৃত শটগান ছিনিয়ে নেয় এবং এক ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আহত অবস্থায় মাহবুব আলমকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে আব্দুল্লাহ ইসমে আযম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অস্ত্রসহ অপহরণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায়, গত ১৮ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র্যাব-১, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী কল্যাণ সমিতির একটি গার্মেন্টস গোডাউনে অভিযান চালায়। অভিযানে প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ছিনতাইকৃত বারো বোর শটগান ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, রাজধানীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।