নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বাদ এশা টঙ্গী পূর্ব থানা এলাকার ৪৭ নং ওয়ার্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রেজাউল ইসলাম রাসেল। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। এসময় আরও বক্তব্য রাখেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে মোস্তফা খান। তিনি বলেন, দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়েই মরহুম নেত্রীর প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান, আলমগীর হোসেন দিপু, সাকিল পারভেজ, বাদল, স্বেচ্ছাসেবক দল নেতা নূর আলম, মাজহারুল, আজম সাকিবসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রাকিব।