নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ায় দলীয় প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর টঙ্গী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিএনপির নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। নতুন চেয়ারম্যানের দূরদর্শী নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। হাজী মোঃ জাহাঙ্গীর আলম আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ধারণ করে বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করে এসেছে। নতুন নেতৃত্বে দল সেই আদর্শ বাস্তবায়নে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। তিনি নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা পূরণে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।