• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ র‌্যাব-১ এর সফল অভিযান : উত্তরা থেকে ছিনতাইকৃত লাইসেন্সকৃত শটগান ও গুলি শেরেবাংলা নগর থেকে উদ্ধার মাদকবিরোধী অভিযানে জীবননগরে ডিবির হাতে ৩২ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার ১১ দলীয় জোটে ২৫৩ আসনের সমঝোতা, ইসলামী আন্দোলনের সিদ্ধান্তে অপেক্ষায় জামায়াত জীবননগরে সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা বিএনপি নেতার দাফন সম্পন্ন

আগুন সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত হলেই নাশকতা থামবে-হানিফ 

grambarta / ২৩৪ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, যারা ইতোপূর্বে আগুন দিয়ে পুলিশসহ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, যারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, হরতাল অবরোধের নামে বাস-ট্রেন ও ট্রাকে আগুন দিয়েছে, সেই সব প্রকৃত সন্ত্রাসীদের শাস্তি দিতে পারলেই দেশে আগামীতে এ ধরনের ঘটনা কমে আসবে। বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে হানিফ এমপি বলেন, কে মুক্তি পাবে আর কে পাবে না সেটা একমাত্র আদালতের উপর নির্ভর করে। তবে আমরা প্রত্যাশা করি কেউ যেন অপরাধ না করে সাজা না পায়, আবার কেউ যেন অপরাধ করে পার না পায়। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে ৩য় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য জননেতা মাহবুবউল আলম এমপি সংবর্ধনা এবং একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগীর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহবুবউল আলম হানিফ এমপির সহধর্মিনী ও লালন শাহ্ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফৌজিয়া আলম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। এ সময় হানিফ এমপি আরও বলেন, নির্বাচনের পরে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে দলকে ঢেলে সাজানোসহ কোথাও কোন বিরোধ থাকলে তা নিরসনের কর্মসূচি চলছে। আর বিএনপি ২০১২ সাল থেকে বছরে দুই বার করে সরকার পতনের কর্মসূচি দিয়ে আসছে। এসব নিয়ে সরকার আর জনগণ এখন আর কিছু ভাবে না। নতুন করে বিএনপির আন্দোলনের কথা শুনলে তার দলের লোকজনই এখন হাসে। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আনসার আলী, ছাত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক লাল মোহম্মদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, শহর আওয়ামীলীগের নেতা ব্যারিষ্টার গৌরব চাকী, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক, কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর