• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার সাংবাদিকতায় পরিবর্তনের ছোঁয়া : উত্তরায় অনুষ্ঠিত হলো ডিজিটাল মাল্টিমিডিয়া কর্মশালা ১৫ বছরের ময়লার স্তূপ ভেঙে পথ খুলে দিচ্ছেন দুলাল হোসেন : ৪৪ নং ওয়ার্ডে ‘সাত রং’ রাস্তার কাজে নতুন প্রাণ! দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তোফাজ্জল, সম্পাদক আনোয়ার নির্বাচিত টঙ্গীতে মাটিচাপা নবজাতক জীবিত উদ্ধার: মা- বাবা গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর স্বীকারোক্তি টঙ্গী জাভান হোটেলে জমকালো আয়োজনে যোগ হলো ‘টমেটো রেস্তোরাঁ’ : গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত টঙ্গীতে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা : এএসআই আহত, গ্রেপ্তার-৩

মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ

grambarta / ২৬৩ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেক্স :  আমি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, গত ১৩ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখে Times24.net অনলাইন পোর্টাল ও ১৪ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখে দৈনিক আজকের প্রভাত পত্রিকায় আমার বিরুদ্ধে (তিন মামলায় ফেরারী, গ্রেফতারে ব্যর্থ পুলিশ) শিরনামে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সংবাদটি সম্পূর্ণভাবে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। এই ধরনের সংবাদ শুধুমাত্র ব্যক্তি/প্রতিষ্ঠানের মানহানি ঘটায় না, বরং সমাজে ভুল বার্তা ছড়িয়ে দেয় এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। আমি এক জন ব্যবসায়ী বর্তমানে আমার নামে কোনো মামলার ওয়ারেন্ট নেই। সমাজে আমার সুনাম নষ্ট ও হেয় প্রতিপন্ন করার জন্য এক শ্রেনীর মানুষ সাংবাদিকদের কাছে ভূল তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করিয়েছে। যা সম্পন্ন মিত্যা ও ভিত্তিহীন, আমি এই মিত্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে প্রতিবাদ লিপিতে তিনি আরো জানান মামলার বাদি মামুনের বিষয়ে যে কথা বলে সংবাদ প্রকাশ করা হয়েছে প্রকৃত বিষয়টি আড়াল করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম দেওয়া হয়েছে যে সময় ঘটনা ঘটে এবং মামুন থানায় অভিযোগ করেন সে সময় আমি আমার চোখ অপারেশনের জন্য থাইল্যান্ড একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। অভিযোগের বিষয়ে আমি কিছুই জানি না এবং জানার কথাও নাই, কারণ আমি তখন ছিলাম দেশের বাহিরে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতা বজায় রাখা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব। অথচ উক্ত সংবাদে কোনো যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এই মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং সংশোধনী প্রকাশের দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এমন দায়িত্বহীন আচরণ থেকে বিরত থাকার জন্য আপনাদের সতর্ক করছি।

মোঃ মনোয়ার হোসেন খোকন
৫২ নং ওয়ার্ড, টঙ্গী, গাজীপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর