• সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আলমগীর হোসেন দিপু’র শ্রদ্ধাঞ্জলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে আরিফ হোসেন হাওলাদারের শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি চুয়াডাঙ্গা জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ব্যাডমিন্টন টুর্নামেন্টে টানটান লড়াই টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল দক্ষিণ আউচপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেগা ফাইনাল সিজন–১ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খোরশেদ একাদশ জামানতের টাকা ফেরত না পেয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় গ্রাহকদের বিক্ষোভ

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে টঙ্গী ওয়ার্ড বিএনপি নেতার শোকজ

grambarta / ২২১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বিএনপি নেতা গাজী মো. মহসিনের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহসিন কিশোর গ্যাং ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালাচ্ছেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কলকারখানায় জোরপূর্বক ঝুট সরবরাহ করতে বাধ্য করেন। নির্দেশ না মানলে কারখানায় পেট্রোল বোমা হামলা, শ্রমিকদের মারধর কিংবা জোরপূর্বক ফ্যাক্টরি খালি করার হুমকি দেন। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কারখানা মালিক ও শ্রমিকরা। এছাড়া টঙ্গী বিসিক এলাকার রিকশা স্ট্যান্ড ও ঝিনু মার্কেটের ভ্যান থেকে দৈনিক ২০০ টাকা হারে চাঁদা আদায় করছে মহসিনের নেতৃত্বাধীন চক্র। নিয়মিত চাঁদা না দিলে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কন্ট্রাক্টর, ইট-বালুর ব্যবসায়ীসহ ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীকে মাসিক চাঁদা দিতে বাধ্য করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মহসিন তাকে ‘ডেভিল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দেন এবং মিথ্যা হত্যা মামলায় জড়ানোর ভয় দেখান। ফলে বাধ্য হয়ে তিনি পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন। এদিকে মহসিনের কর্মকাণ্ডে বিএনপির ভেতরেও ক্ষোভ সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সিদ্ধান্ত অমান্য ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মহসিন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর